নোয়াখালীর সুবর্ণচরে ভূমিহীদের হাতে তুলে দেয়া হল তাদের বসত ভিটার দীর্ঘ দিনের স্বপ্নের খতিয়ান। জমির খতিয়ান হাতে পাওয়ার পর থেকে আনন্দের বন্যা বইছে ভূমিহীন পরিবারে। ১০১ জন ভূমিহনিদের মাঝে খতিয়ান বিতরন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।
আজ ২৪ (ফেব্রুয়ারি) বুধবার দুপুরে উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের হাজী ইদ্রিস বাজারে আনুষ্ঠানিকভাবে ভূমিহীন পরিবার গুলার মাঝে খতিয়ান হস্তান্তর করা হয়।
নোয়াখালীর জেলা প্রশাসনের উদ্যোগে খতিয়ান বিতরন পূর্ব অনুষ্ঠানে নোয়াখালী জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে সুবর্ণচর উপজেলা নিবার্হী অফিসার এএসএম ইবনুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, বিশেষ অতিথি ছিলেন সিডিএসপি- বি প্রকল্পের ভূমি বন্দোবস্ত উপদেষ্টা মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আবু ইউছুফ, সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আরিফুর রহমান, ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, পর্যায়ক্রমে সুবর্ণচরে ২ হাজার ভূমিহীনের মাঝে খতিয়ান বিতরন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক গণমাধ্যম কর্মীদের।
Leave a Reply