জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) নোয়াখালী জেলা শাখা।
রোববার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নোয়াখালীর সভাপতি মো. আবুল কাসেমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা এবিএম আবদুল আলিম, জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর, সহ-সভাপতি নুরুল হুদা, সৈয়দ আবদুল্যাহ ফারুক, হারুনুর রশিদ, আবদুল বাতেন, তোফাজ্জল হোসেন প্রমূখ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তির দাবি জানান শিক্ষক নেতারা। ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তি না হলে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন সংগঠনটি।
Leave a Reply