আজ নোয়াখালী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও দৈনিক আমাদের নতুন সময়, আমাদের সময় ডট কম এর নোয়াখালী প্রতিনিধি,ও নোয়াখালী বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক অহিদ উদ্দিন মুকুলের শ্রদ্ধেয় মা নুরজাহান বেগমের ৪র্থতম মৃত্যুবার্ষিকী পালিত হয়। সকালে কোরআন খতম ও দুপুরে ২টি এতিমখানায় মিলাদ দোয়া ও তবারক বিতরণ করা হয়।
বাদ জহর জালিয়াল গ্রামে মনছুর আলী মিয়া জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মায়ের কবর জেয়ারত করেন সাংবাদিক অহিদ উদ্দিন মুকুল ।
Leave a Reply