নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের চরকাঁকড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিতু আক্তার ওই গ্রামের শামছুদ্দিনের মেয়ে। সে নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। মানসিকভাবে অসুস্থ থাকায় রিতু আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন স্বজনরা।
স্থানীয়রা জানায়, রোববার সকালে পারিবারিক কাজে বাড়ির বাইরে যান রিতুর বাবা-মা। এ সময় সে ঘরে একাই ছিল। দুপুরে বাবা-মা বাড়িতে ফিরে দেখেন দরজা বন্ধ। পরে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন আড়ায় রিতুর লাশ ঝুলছে। এরপর তারা পুলিশে খবর দেন।
স্বজনরা জানান, কয়েক বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিল রিতু। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সারাদিন সে বাড়িতেই থাকতো। রোববার সকালে ঘরে কেউ না থাকায় আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply