নোয়াখালীর চাটখিলে কোহিনূর আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় তার স্বামী ইয়াকুব হোসেন মোহনকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
গতকাল রোববার (২৫ এপ্রিল) রাত ১১টায় উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নে রেজ্জাকপুর গ্রাম থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। আটক মোহন একই এলাকার বাসিন্দা।
আটক মোহন বলেন, কোহিনূর প্রায়ই তার শাশুড়ির সঙ্গে ঝগড়া করতো। রোববার রাত সাড়ে ১০টায় বাজার থেকে বাড়ি ফেরার পর স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কোহিনূরের স্বজনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে। এজন্য স্বামী মোহনসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গৃহবধূর মৃত্যু নিয়ে স্বজনদের অভিযোগ থাকায় স্বামীকে আটক করা হয়েছে। অভিযোগের তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply