নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলা উদ্দিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) উপজেলার চর এলাহী ইউনিয়নের গাংচিল গ্রাামে এ ঘটনা ঘটে।
আলা উদ্দিন উপজেলার চর এলাহী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে আলা উদ্দিন কৃষি জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গেলে অসতর্কতায় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply