নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৃথক অভিযানে ৯ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ বলছে, অভিযানে ধর্ষণ চেষ্টার মামলায় একজন এবং দুইজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়াও দরিদ্র কৃষককে মারধরের অপরাধে গ্রেফতার করা হয় আরও ৬ জনকে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply