নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জা ও বাদলগ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন মামলায় জামিন পেয়েছেন মিজানুর রহমান বাদল। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান।
মঙ্গলবার সকালে তার জামিন মঞ্জুর করেন নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (২ নম্বর) বিচারক নবনীতা গুহ। তার পক্ষে জামিন চান অ্যাডভোকেট হারুন-উর-রশিদ হালদার। শুনানি শেষে তিনটি মামলায় তাকে জামিন দেন বিচারক।
হারুন-উর-রশিদ জানান, সকালে দুটি ও বিকেলে একটি মামলায় বাদলের জামিন মঞ্জুর করে আদালত।
১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশির হাট বাজারে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে বাদলকে আটক করা হয়। এরপর বৃহস্পতিবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়। এরপরই তার বিরুদ্ধে আরো দুটি মামলা করে আব্দুল কাদের মির্জার সমর্থকরা।
Leave a Reply