নোয়াখালী’র কোম্পানীগঞ্জে নিজ ঘরে ধর্ষণের শিকার ৯ বছরের শিশু, আটক ১নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বসতঘরে ধর্ষণের শিকার হয়েছে এক দরিদ্র জেলের ৯ বছর বয়সী মেয়ে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এঘটনায় অভিযুক্ত ধর্ষককে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে।
এর আগে রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উড়িরচরের চর আমজাদ আদর্শ গ্রামে এ ঘটনাটি ঘটে।
আটককৃত, জয়নাল (২০) উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আমজাদ আদর্শ গ্রামের আবদুস সাত্তার খোকনের ছেলে।
ভুক্তভোগী শিশুর পরিবার জানান, রোববার দিবাগত রাতে নির্যাতিতা শিশুটির বাবা-মা তার অসুস্থ ছোট ভাইকে নিয়ে হাসপাতালে ছিলেন। এ সুযোগে রবিবার রাত ৩টার দিকে একই এলাকার প্রতিবেশী ব্যবসায়ী জয়নাল (২০) ওই শিশুর মুখে কাপড় চাপা দিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরেরদিন নির্যাতিতা শিশু ঘটনাটি বাড়ির লোকদের কান্না জড়িত কন্ঠে বললে এলাকাবাসী একত্রিত হয়ে ধর্ষককে আটক করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় ধর্ষককে আটক করা হয়েছে। নির্যাতিতা শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply