যত্রতত্র পার্কিং, লোড-আনলোড, লাইসেন্স বিহীন অটোরিক্সা, সিএনজি, মটরসাইকেল, নির্দিষ্ট স্থানে না থামিয়ে পথে পথে যাত্রী উঠা-নামা রোধে চৌমুহনী পৌরসভার উদ্যোগে সোমবার সকাল ১১টায় মেয়র আক্তার হোসন ফয়সল এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে যানজট নিরসন ও আইনশৃংঙ্খলা োউন্নয়নে সর্ব দলীয় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সামছুন নাহার, বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ) সার্কেল মোঃ শাহাজাহান শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, আওয়ামীলীগ নেতা বিনয় কিশোর রায়, চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবুল খায়ের, কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সল, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক ও আমাদের সময় বেগমগঞ্জ প্রতিনিধি আনোয়ারুল করিম মানিক, যমুনা টিভি নোয়াখালী প্রতিনিধি মুতাসিম বিল্লাহ সবুজ, চ্যানেল আই নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলু, ৭১ টিভি’র জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, এশিয়ান টিভি’র নোয়াখালী প্রতিনিধি তাজুল ইসলাম মানিক ভূইঁয়া, ভোরের কাগজ প্রতিনিধি গোলাম মহিউদ্দিন নসু, সিএনজি মালিক সমিতির নেতা হোসাইন আহম্মদ বাবু, শ্রমিক নেতা আবুল বাহার, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবদুর রহিম, আবদুল মন্নান প্রমুখ। সভা পরিচালনা করেন, চৌমুহনী পৌরসভার সচিব মোঃ কাইয়ুম উদ্দিন।
সভায় চৌমুহনীতে যানজট নিরসন ও আইনশৃংঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
Leave a Reply