বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন ১০ ডিসেম্বর। ২৪ নভেম্বর প্রতীক বরাদ্ধের পরেই শুরু হয়েছে পুরোদমে প্রচার প্রচারনা।
২৭ সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর পদটি শুন্য হয়। ১০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ জন মনোনয়নপত্র দাখিল করলেও ২৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই জন প্রত্যহার করলে প্রার্থী সংখ্যা ৪জনে এসে দাড়ায়। ২৪ নভেম্বর প্রতীক বরাদ্ধ হয়। প্রার্থীদের মধ্যে প্রয়াত উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশার স্ত্রী শাহনাজ বেগম আওয়ামীলীগ প্রার্থী [নৌকা], জাতীয়তাবাদী যুবদলের চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজীম সুমন [ধানের শীষ},জাসদ প্রার্থী মফিজুর রহমান [মশাল}, স্বতন্ত্র প্রার্থী যোবায়ের হোসেন [ আনারস]।
২৪ নভেম্বর প্রতীক বরাদ্ধের পর পরেই চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলার সর্বত্র পোষ্টার শোভা পাচ্ছে। মাইকিং চলছে সমানতালে। তবে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীর প্রচারনা চলছে জোরেশোরে। একইভাবে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় চলছে কুশল বিনিময়, উঠান বৈঠক। বেগমগঞ্জে চার লক্ষ ১৬ হাজার ভোটার। কেন্দ্র ১৪৬ টি।
বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানান, ভোট গ্রহনের জন্য প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। ভোট গ্রহন যাতে সুষ্টু ও শান্তিপূর্ন হয় সে জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply