বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৭০ ব্যাচের পাইলটিয়ান এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা, চৌমুহনী সরকারি এস.এ কলেজের সাবেক ভিপি, বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুর রব সোমবার সকাল ৬টায় করিমপুরস্থ উনার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
সোমবার বাদ জোহর চৌমুহনী পাবলিক হল চত্ত্বরে জানাযা শেষে তাঁকে রাষ্ট্রিয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মুত্যুতে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও গ্লোব গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান হারুনুর রশীদ এবং সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য উপাধক্ষ্য গিয়াস উদ্দিন ফরহাদ সহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।
Leave a Reply