নোয়াখালীর বেগমগঞ্জে করোনা ভাইরাসে আরো ১৮ জন আক্রান্ত
স্বাস্থ্যবিধি না মেনে বেপরোয়া ভাবে চলাফেরা করায় বেগমগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে এ পর্যন্ত এই উপজেলায় মোট ১১শ ৪৪ জন আক্রান্ত রয়েছে।
বেগমগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসীম কুমার দাস জানান, উপজেলার ১৬টি ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভায় গত বছর থেকে আজ পর্যন্ত ১১শ ৪৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে এখনো হোম কোয়ারেন্টাইন, প্রতিষ্ঠানিক কোয়ারেন্টইন, আইসোলেশনে থেকে অনেকে চিকিৎসা নিচ্ছে। মঙ্গল ও বুধবার ১২টা পর্যন্ত একজন মহিলা ও ১৭জন পুরুষ আক্রান্ত রয়েছে। তাদেরকে বিভিন্ন ভাবে পর্যবেক্ষন ও চিকিৎসা প্রদান করা হচ্ছে। এখন পর্যন্ত পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লাবস্ সহ করোনা প্রতিরোধ সামগ্রীর ঘাটতি নেই। এ উপজেলায় করোনার সেবা দিতে ৩শ স্বাস্থ্যকর্মী নিয়োজিত রয়েছে।
একটি সূত্রে জানা যায়, করোনা প্রতিরোধ টেকনিক্যাল কমিটির কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা ও অনেক কর্মচারী এখনো করোনার টিকা গ্রহন করেনি। এক কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কাজের চাপের কারণে টিকা গ্রহন করা সম্ভব হয়নি। যে কোন সময় আমি এবং আমার সাথে যারা করোনা টিকা গ্রহন করেনি সবাইকে নিয়ে টিকা গ্রহন করবো। এই অনিচ্ছাকৃত ভূলের জন্য ঐ কর্মকর্তা দুঃখ প্রকাশ করে আরো বলেন, ইতিমধ্যে মানুষকে সচেতনতা বৃদ্ধি ও যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৩টি মোবাইল কোর্ট গঠন করা হয়েছে।
Leave a Reply