নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আসলাম হুসেইন (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার সেতুভাঙ্গা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আসলাম হুসেইন উপজেলার কুতুবপুর গ্রামের মো. নুরুল হকের ছেলে। আহত মো. বেলাল হোসেন একই এলাকার বাসিন্দা। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন জানান, দুই মোটরসাইকেল আরোহী চৌমুহনী বাজারের দিকে যাচ্ছিল। পথে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হুসেইন ঘটনাস্থলেই নিহত হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply