নোয়াখালী বেগমগঞ্জের একলাশপুরে নির্যাতিত গৃহবধুর বাড়ী পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মামুনুর রশিদ কিরন। বুধাবর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার একলাসপুর ইউনিয়নের একলাসপুর গ্রামে নির্যাতিতার বাড়ীতে যান সংসদ সদস্য। সংসদ সদস্য মামুনুর রশিদ করিন ভিকটিমের বাড়ী ঘর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, এটি একটি জগন্যতম, চরম নিন্দনীয় ও অমার্জনীয় অপরাধ। যারা এ অপরাধের সাথে যুক্ত তারা কেউ আওয়ামলীগের দলীয় কোন নেতা কর্মী নয়। এদেরকে আমি ব্যাক্তিগতবাবে চিনিনা। কোন সন্ত্রাসী চাদাবাজ নারী নির্যাতনকারী আ’লীগের কর্মী ও নেতা হতে পারেনা। তিনি ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান। ওই নারীর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন প্রশাসনকে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন বাহিনী সহ সকল অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনারও নির্দেশ দেন প্রশাসনকে। এদিকে নির্যাতিতা তার বাবার বাড়িতে থাকেন, তার থাকার নিজস্ব কোন ঘর নেই। নির্যাতিত নারীকে বসত ঘর তৈরীর জন্য জমিন খরিদ ও একই সঙ্গে তাকে সেখানে একটি সেমি পাকা বসত ঘর তৈরী করে দেওয়ার আশ্বাস দেন এমপি কিরন।
এমপি কিরন আরো জাননা, বেগমগঞ্জ তথা চৌমুহনী পৌর এলাকার শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা খুন চাঁদাবাজি দর্শনসহ ডজন মামলার আসামী সম্রাট ও সুমন বাহিনীর সদস্য দেলোয়ার ও তার বাহিনী। এসব সন্ত্রাসীরা হত্যা খুন দর্শন দখল জবর দখল চাঁদাবাজিসহ নানা অপরাধের সাথে জড়িত। দূর্ধর্ষ সন্ত্রাসী সম্রাট বাহিনীর প্রধান সম্রাট ও সুমন বাহিনীর প্রধান সুমনকে পেট্রোনাইজ করে চৌমুহনী পৌরসভা আ’লীগের এক প্রভাবশালী ও ক্ষমতাধর নেতা। এসব সন্ত্রাসী গ্রুপ গুলো বিভিন্ন সময় হত্যা খুন চাঁদাবাজি ধর্ষনসহ নানা ধরনের অপরাধ কর্মকান্ড করে জেলে গেলে তাদেরকে চৌমুহনী পৌরসভার ওই নেতা চােিড়য় আনেন। থানা পুলিশ বিভিন্ন সময় তাদেরকে আটক করে থানায় নেওয়ার পর ওই নেতাই থানাতে তদবির করে তাদেরকে (সন্ত্রাসীদের) ছাড়িয়ে নেন।
এসময় উপস্তিত ছিলেন উপজেলা আ’লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন। এদিকে এর পূর্বে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলা আ’লীগের উদ্যোগে চৌমুহনী চৌরাস্তা দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্নেলসন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্নেলনে বক্তব্য রাখেন সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। এসময় উপস্তিত ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি এডভোকেট শরীফ উল্যা, সামছুদ্দীন সামছু, যুগ্ম, সাধারন সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান আনছারী, আ’লীগ নেতা কাজল কমিশনার, মোঃ সামছল হক সামছু, মাহবুবুর রহমান, ইসমাইল মাষ্টার, জহিরুল ইসলাম, আবদুল মালেক প্রমূখ।
Leave a Reply