নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে সুবর্ণচরে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন করেছেন সুবর্ণচরে কর্মরত গণমাধ্যম কর্মীরা। রবিবার(২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকার সময় সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সামনে সড়কে সুবর্ণচরে কর্মরত সকল সাংবাদিকের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে সাংবাদিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির হত্যাকাণ্ডের ঘটনায় ৯ দিন অতিবাহিত হলেও হত্যাকারীদের সনাক্তকরণ ও গ্রেফতারে কোন অগ্রগতি দেখা যাচ্ছে না মামলাতে। দ্রুততম সময়ের মধ্যে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে এবং সারাদেশের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে। সাংবাদিকদের চলমান আন্দোলন আরও কঠোর হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।
সুবর্ণচরে সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন , নোয়াখালী রিপোটার্স ক্লাবের সভাপতি মো.ইদ্রিস ,সাধারণ সম্পাদক মো. সোহেল, সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি লিটন চন্দ্র দাস,সাধারণ সম্পাদক আবুল বাসার,, জাহিদুল ইসলাম সোহেল,আবদুল বারী বাবলু,ইমাম উদ্দিন সুমন,ইমাম উদ্দিন আজাদ,আরিফ সবুজ,আবদুল আজিজ রিপন,ইউনুছ শিকদার,মোহাম্মদ দেলোয়ার হোসেন,নিজেরা করি সংস্থার উন্নয়নকর্মী লাকী বেগমসহ প্রমূখ।
শৃঙ্খলাবদ্ধ , শান্তিময়, সুষ্ঠু, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সার্বিকভাবে পর্যবেক্ষণ করেন চরজব্বার থানা অফিসার ইনসার্জ জিয়াউল হক।
মানববন্ধনে সুবর্ণচরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয়পক্ষের ওপরে অ্যাকশনে নামে পুলিশ। ত্রিপক্ষীয় সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনাও ঘটে,আহত হয়েছেন ৩৫ জন উভয় পক্ষের সমর্থক। এসময় ৭ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।তাদেরই একজন তরুণ,মেধাবী,মানবতাবাদী সমাজ সেবক,সেরা রক্তদাতা সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির।তিন দিন উন্নত চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকা মেডিকেল আইসিওতে মৃত্যুবরণ করেন তিনি।
Leave a Reply