নোয়াখালীর সেনবাগে দুই সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি মাথা ন্যাড়া দিদার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক দিদার বিজবাগ ইউপির জাকির হোসেনের ছেলে।
সোমবার রাতে চট্টগ্রামের বায়জিদ বোস্তামির থানা পুলিশের সহযোগিতায় সেনবাগ থানার পুলিশ তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে।
মঙ্গলবার সকালে সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, দুপুর ১টার দিকে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর রাতে স্বামীর বন্ধু দিদার ও তার সাঙ্গপাঙ্গরা কৌশলে ওই নারীকে তাদের বাড়ির পাশ্ববর্তী একটি ঝোপে নিয়ে গণধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে পরদিন ৬ সেপ্টেম্বর ওই এলাকায় একটি শালিস বৈঠক বসিয়ে ওই নারীকে খারাপ আখ্যা দিয়ে বেত্রাঘাত করা হয়। ধর্ষকের মাথা ন্যাড়া ও জরিমানা করা হয়। পরে ওই নারীকে তার বাবার বাড়ি কোম্পানীগঞ্জে পাঠিয়ে দেয়া হয়। এরপর নির্যাতিতা কৌশলে সেনবাগ থানায় এসে ১১ জনকে আসামি করে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ওই রাতে ৫ জনকে গ্রেফতার করে।
Leave a Reply