নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বরযাত্রীর নৌকাডুবির ঘটনায় শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে নয়জন হয়েছে। শুক্রবার লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা থেকে হাসানের (৭) লাশ আর চর গজারিয়া থেকে নিহারের (১) লাশ উদ্ধার করা হয়।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার হাতিয়ার চেয়ারম্যান ঘাটের কাছে মেঘনা নদীতে বরযাত্রীর নৌকা ডুবে গেলে স্থানীয়রা কনেসহ সাতজনের লাশ উদ্ধার করে। ওই দিন বিকালে রামগতির টাংকিরঘাট এলাকা থেকে জেলেরা নৌকাটি তুলে ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন। পরে চানন্দি ঘাটে আরও দুটি মরদেহ পাওয়া যায়। এরপর আটজন নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন ওসি আবুল খায়ের।
হাতিয়ার নলচিরা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক একরাম উল্লাহ জানান, নিখোঁজদের উদ্ধারে নৌপুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply