নোয়াখালীর হাতিয়া উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর জবিয়ল হোসেনকে নিজ বাড়ি থেকে |গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ( ১৭ এপ্রিল) বিকেলে হাতিয়া পৌরসভার শুন্যের চর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জবিয়ল একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
এ ঘটনায় একই দিন দুপুরে শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন ভুক্তভোগী পুত্রবধূ।
মামলার এজাহারে সূত্রে জানা যায়, পহেলা বৈশাখের দিন বাবার বাড়িতে বেড়াতে যান জবিয়লের স্ত্রী। চাকরির সুবাদে জেলার চৌমুহনী বাজারে রয়েছেন তার ছেলে। এ সুযোগে শুক্রবার রাতে পুত্রবধূর কক্ষে ঢোকেন শ্বশুর জবিয়ল। পরে তাকে ধর্ষণ করেন। এরপর বিষয়টি বাবার বাড়ির লোকজনকে জানান ভুক্তভোগী পুত্রবধূ।
হাতিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, পুত্রবধূর মামলায় শ্বশুর জবিয়লকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
Leave a Reply