গত সেপ্টেম্বরে ছুটিতে বাড়িতে আসেন মাসুদ, তিনি সৌদি প্রবাসী । গত ২৫/১২/২০২০ তারিখ নিজ বাড়ী খিলপাড়া থেকে চাটখিল বাজারের উদ্দেশে স্থানীয় রুহুল আমিন সড়কে সি এন জি তে উঠেন।ঐ সি এন জি তে পূর্ব থেকে এক নারী ও এক যুবক যাত্রী বেশে বসা ছিল।মাসুদকে মধ্যখানে বসতে দেয়।সি এন জি কতদূর আসার পর যাত্রীবেশী ঐ দুই যাত্রী ছুরির ভয় দেখিয়ে মাসুদকে অপহরণ করে লক্ষীপুর জেলার রামগঞ্জের আলীপুর গ্রামে নিয়ে যায়।সেখানে মাসুদের সামনে ইয়াবা ও মাসুদকে বিবস্ত্র করে ছবি তোলে। পুলিশকে ধরিয়ে দেয়ার ও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে বিকাশে ১,৫৩,০০০ হাজার টাকা আদায় করে।পরে অজ্ঞাত সি এন জি যোগে পুনরায় চাটখিলে নামিয়ে দেয়।মাসুদ ঘটনার পরপর বিকাশ অফিস সহ স্থানীয় ভাবে আসামীদের চিহ্নিত করার চেষ্টা করে।তার চেষ্টায় সফল না হয়ে গত ০৭/০১/২০২১ তারিখ থানায় এ সংক্রান্তে অভিযোগ দিলে তাৎক্ষনিক ভাবে অভিযান পরিচালনা করে এ চক্রের আকাশকে শোশালিয়া থেকে গ্রেপ্তার করা হয়। আকাশ কে জিজ্ঞাসাবাদে এই চক্রের সদস্যদের সনাক্ত করা হয়।চক্রের অপর দুই সহযোগি জনি ও বাবুকে লক্ষীপুর জেলার রামগঞ্জ থানাধীন অলিপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। চক্রের মূল হোতা রকি কিছু দিন পূর্বে সড়ক দূর্ঘটনায় মারা যায় মর্মে জানা যায়। নোয়াখালী জেলা পুলিশের ফেসবুকে সংবাদটি প্রচার করা হয়। এ ঘটনায় সৌদি প্রবাসীরাসহ নোয়াখালীর জনগন পুলিশের ভুমিকার প্রসংশা করেন।
Leave a Reply