নোয়াখালী জেলা শহরের প্রধান সড়কে গত দুই দিনে পর পর তিনটি দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়।
দোকান গুলো হচ্ছে ন্যাশনাল হার্ডওয়ার,জলক ক্লথ ষ্টোর, ও বাটা পাদুকালয় এ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে চালের উপরে টিন কেঁটে দোকানে ডুকে ক্যাশ ভেঙ্গে টাকা পয়সা,মালা মাল চুরি করে নিয়ে যায়। ন্যাশনাল হার্ডওয়ার থেকে ড্রিল মেসিন,ড্রাই মেসিন,ও কম্পিউটারের মনিটর সহ ৬০,০০০ হাজার টাকার মালামাল নিয়ে যায়,জলক ক্লথ ষ্টোরের ক্যাশ ভেঙ্গে ১০,০০০ টাকা,ও পাদুকালয় থেকে দামী কয়েক জোড়া জুতা নিয়ে যায়। শহরের প্রদান সড়কের পেছনে হকার্স মার্কেট থাকায় গভীর রাত পর্যন্ত সেখানে নেশাখোর জাতীয় লোকজন রাত হলে ও এলাকায় আড্ডা জমায় ,এছাড়া ও প্রধান সড়কের পূর্ব পাশে কাউয়া রোডে রাত বাড়লে নেশাখোর ,সমাজ বিরোধী,ও পতিতাদের উপদ্রব বেড়ে যায় ,এদিকে,পরপর দুইটি ঘটনায় ব্যবসায়িদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় ।
পৌর বনিক সমিতির সভাপতি একে এম সাইফুদ্দিন সোহান,রাতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজর দারি করার দাবী জানান।
এদিকে নোয়াখালী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নবীর হোসেন জানান, শান্তি প্রিয় এলাকায় হঠাৎ করে আসা এ চোরের দলকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে ।
Leave a Reply