পবিত্র মাহে রমজান ও করোনা মহামারি থেকে পরিতানের জন্য দোয়া ও আলোচনা সভা পরবর্তী পথচারী, ব্যবসায়ী ও নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ করেছে নোয়াখালী জেলা ছাত্রলীগ।
সোমবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম।
জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, জেলা আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ভূঁইয়া মানিক, মাওলা জিয়াউল হক লিটন, আবদুল মমিন বিএসসি, শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু প্রমূখ।
করোনা মহামারিতে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন নোয়াখালী জেলা জামে মসজিদের খতিব মাওলনা মো. দেলোয়ার হোসেন।
পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত নেতাকর্মী, জেলা শহরের প্রধান সড়কের পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
Leave a Reply