বেগমগঞ্জ বিসিক শিল্প নগরী ও চৌমুহনী শহরে ১৪টি কারখানায় ২৮টন নিষিদ্ধ পলিথিন উৎপাদন হওয়ার ফলে এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখাযায়, বেগমগঞ্জ বিসিক শিল্প নগরী ও চৌমুহনী শহরের ভাই ভাই প্লাষ্টিক, তানিয়া প্লাষ্টিক, মদিনা প্যাকেজিং, হেলাল প্যাকেজিং, আল হেরা প্যাকেজিং, ড্রিম প্যাকেজিং, এস.কে প্যাকেজিং, আলিফ প্রিন্টিং প্যাকেজিং সহ ১৪টি কারখানায় প্রতিদিন ২৮টন নিষিদ্ধ পলিথিন উৎপাদন হয়। এছাড়া ৫জন ব্যক্তিগত ভাবে ঢাকা থেকে সরাসরি এনে বিক্রি ও বাজারজাত করছে। প্রতিদিন সকালে চৌমুহনী পৌরসভার বর্জ্য সরানো গাড়ী প্রধান প্রধান সড়কের ময়লা পরিষ্কার করে তফাদার পোল সংলগ্ন হাইওয়ে সড়কের পাশে ফেলে থাকে। এসমস্ত ময়লায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়ে ফেলার চেষ্টা করলেও বৃষ্টি হলে দুর্গন্ধে যানবাহনের যাত্রী ও এলাকার লোকজন দারুন স্বাস্থ্য ঝুকিতে পড়তে হয়। পৌরসভার বহু অলি গলিতে যত্রতত্র পলিথিন পড়ে থাকে এবং বৃষ্টি হলে ড্রেনে পড়ে পানি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেখা যায়।
এব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরন বলেন মোটা পলিথিন উৎপাদন কারখানা গুলোর পরিবেশ ছাড়পত্র রয়েছে। কিন্তু চিকন পলিথিন উৎপাদন কারখানার অনুমতি নেই। ঢালাওভাবে প্রচার করলে আইন সম্মত হবে না। তবে কয়টি কারখানার পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র আছে তিনি জানেননা বলে এ প্রতিবেদককে যানান।
বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সামছুন নাহার বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন ও বাজারজাত করতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমতি লাগে। বিষয়টি যেহেতু নজরে এসেছে সেহেতু পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয় করে সকল কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। সঠিক কাগজ পত্র দেখাতে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বেগমগঞ্জ পলিথিন ব্যবসায়ী সমিতির সভাপতি নিজামুল আজিম মামুন বলেন, মোটা বা চিকন পলিথিন উৎপাদন ও বাজারজাত করলে মানুষের কাজে লাগে এতে কারো কিছু করা বা বলা সমুচিন নয়। আমরা প্রশাসন সহ বিভিন্ন মহলেকে ম্যানেজ করে থাকি।
সাধারন সম্পাদক মোঃ হোসেন মিয়া বলেন, কোন ঝড়-ঝাপটা আসলে কারখানাগুলোর মালিক, ৩৫ জন ব্যবসায়ী ও ব্যক্তিগত ৫ জন থেকে মাসিক যে ৫ লক্ষ ২০ হাজার টাকা উঠে তম্মধ্যে প্রায় ৪ লক্ষ টাকা খরচ হয়ে যায়। বাকি টাকা আমাদের সমিতির তহবিলে জমা থাকে। বড় ধরনের বিপদ আসলে যেন সাথে সাথে মোকাবেলা করতে পারি।
এ ব্যপারে সচেতন মহল পরিবেশ রক্ষার স্বার্থে অভিযান চালানোর জোর দাবি জানান।
Leave a Reply