নোয়াখালী সুবর্ণচর উপজেলার ০৪নং চরওয়াপদা ইউনিয়নে চর কাজী মোখলেছ গ্রামে (২১ এপ্রিল) ভোর রাত জোহুরা খাতুন (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মো: শাহজান মিয়ার পূত্র প্রবাসী মো: নূর উদ্দিনের স্ত্রী জোহুরা খাতুন সেহরি খাওয়ার পর ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠার পর দেখতে পাই জানালার সাথে লাশের গলায় গাঁয়ের উডনা বাঁধা অবস্থায় তার পা মাটির সাথে লাগানো থাকে।
গৃহবধূর শাশুড়ি পারুল বেগম জানান, বিভিন্ন সময়ে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হতো। কিন্তু এমন ঘটনা ঘটার কোনো অবস্থা ছিলো না।
জোহুরা খাতুনের মা রকিবা খাতুন জানান, বিভিন্ন সময়ে আমার মেয়েকে তার শ্বশুর-শাশ্বড়ী ও দেবর দেলোয়ার হোসেন সহ বিভিন্ন ভাবে নির্যাতন করতো। আজকে তারা আমার মেয়েকে হত্যা করে জানালার সাথে বেঁধে রাখে। আমি হত্যাকারীতে দৃষ্টান্ত মূলক বিচার চাই।
স্থানিয়রা জানান, এই ঘটনাটি হত্যা না আত্মহত্যা সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হোক।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক খন্দকার জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply