১৬ জানুয়ারী ২য় ধাপ নির্বাচনে নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী রোকসানা মোর্তজা লিলির নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে যুবলীগ ও ছাত্রলীগের নেতা- কর্মীদের নিয়ে নির্বাচনী মাঠ চসে বেড়াছে – যুবলীগের কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম উজ্জ্বল ।
মঙ্গলবার ১২ জানুয়ারি দিন ব্যাপী পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ভোটারদের নিকট গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নৌকা প্রতীককের লিফলেট ভোটারদের মাঝে বিতরণ করেন তিনি । আরিফুল ইসলাম উজ্জ্বল ভোটারদের বলেন, আপনারা আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থী রোকসানা মোর্তজা লিলিকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে মেয়র পদটি বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা কে উপহার দিবেন । তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সু-যোগ্য কণ্যা ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা আপনাদের এই এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড উপহার দিবে । ২০ বছর আগে এই পৌরসভার অনুমোদন এনেছে উত্তর অঞ্চলের জনপ্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিন । অথচ এই পৌরসভায় আওয়ামীলীগের মেয়র প্রার্থীরা পরাজিত হয়ে আসছে । এই পৌরসভা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আপনারা সবায় ঐক্যবদ্ধ হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ও তাঁর সু-যোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন । তিনি ভোটারদের নৌকা প্রতীককে ভোট দেওয়ার আহ্বান জানান । এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী রোকসানা মোর্তজা লিলি, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মাসুদুর রহমান মাসুদ সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
Leave a Reply