মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেড এর ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ মুন্সীগঞ্জের গজারিয়ার মোসা. রাহিমা আক্তার নামে এক কলেজ শিক্ষার্থী লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ টানবাজার এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত কলেজ শিক্ষার্থীর স্বজনরা।
এদিকে নিহত মোসা. রাহিমা আক্তারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করে নগদ ১০হাজার টাকার অর্থিক সহায়তা প্রদান করেন ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামে নিহত রাহিমার বাড়িতে গিয়ে ইউনিয়ন পরিষদের সচিব মোকারম হোসেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটনের পক্ষ হতে এ নগদ অর্থ তুলে দেন।
এছাড়া সরকারি বিধি মোতাবেক অন্যান্য সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে বলে ইউপি চেয়ারম্যানের পক্ষ হতে আশ্বাস দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, ভিটিকান্দি গ্রামের মারুফ, জুয়েল, মুরাদ হোসেনসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
Leave a Reply