নড়াইল ডিবি পুলিশের অভিযানে গাজাঁসহ গ্রেফতার ১। নড়াইলে গাজাঁসহ মাদক ব্যবসায়ী বদর গোয়েন্দা পুলিশ (ডিবির) হাতে আটক। নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর নির্দেশ নড়াইল ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্সসহ (১৭আগষ্ট) মঙ্গলবার সকাল ৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানাধীন পাখিমারা গ্রাম থেকে একাধিক মাদক মামলার আসামি ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ বদর উদ্দিন শেখ, (৫৫) পিতা, মৃতহাশেম শেখ,গ্রাম,পাখিমারা,থানা,নড়াগাতি,জেলা নড়াইল কে অবৈধ নিষিদ্ধ (৮৫০গ্রাম) গাঁজাসহ গ্রেপ্তার পূর্বক নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে তার নামে নিয়মিত মাদকও মাদক ব্যবসায়ীর মামলা চলমান রয়েছে বলে জানান।
Leave a Reply