নড়াইল জেলা কালিয়া উপজেলায় দুর্গা পূজা উপলক্ষে ৬নং ওয়ার্ডের মেম্বার মো জমিরুল ইসলামের সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৪( অক্টোবর) বিকাল ৫ টায় কালিয়া উপজেলার ৪নং মাউলী ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামের উত্তর পাড়া মন্দিরে দুর্গা পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উত্তর পাড়া মন্দিরের সহ-সভাপতি ডা: খোকন দাশের সঞ্চালনায় ৬ নং ওয়ার্ডের মেম্বার মো জমিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ৪নং মাউলী ইউনিয়নের চেয়ারম্যান মুন্সি রোজি হক, বিশেষ অতিথি, ৫নং ওয়ার্ডের মেমবার মো আশরাফুল ইসলাম, এ ছাড়া উপস্থিত ছিলেন সেক্রেটারি বাবলু দাশ, হারান দাশ,শিশির দাশ,কৃষ্ণ দাশ, কালি দাশ, ছোটো দাশ, অহিন দাশ, মো রশিদ মোল্যা, শেখ কামাল হোসেন, মো : আহাদূর খাকি, মো তানজিত মোল্যা, মো : লিটন মোল্যা প্রমূখ।
Leave a Reply