নড়াইলের নড়াগাতি থানার উত্তর ডুমুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার ভেলার (সড়কি বিশেষ) আঘাতে চাচা আব্দুল জলিল মুন্সী খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা আয়নাল মুন্সী পলাতক রয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। জলিল উত্তর ডুমুরিয়া গ্রামের কালা মিয়া মুন্সীর ছেলে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাতে ভাতিজা আয়নাল তার চাচা আব্দুল জলিলের পাজরে ভেলা ঢুকিয়ে দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Ok