সম্প্রতি পঞ্চগড় প্রেস ক্লাব কার্যালয়ে নাট্যকার, সাহিত্যিক, শিশু সংগঠক, কলামিষ্ট লেখক, সাংবাদিক রহিম আব্দুর রহিমকে প্রেস ক্লাবের ভিতরে আটকে রেখে মারধরের প্রতিবাদে এবং হামলাকারীর বিচারের বাদীতে মানববন্ধন হয়েছে।
শনিবার দুপুরে পঞ্চগড় শেরে-বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে ক্রিড়া ও নাট্য সংগঠন মানববন্ধনের কর্মসূচির আয়োজন করে।
সম্প্রতি গত ৫ অক্টোবর সোমবার সকাল ১০টার সময় পঞ্চগড় প্রেস ক্লাব কার্যালয়ে রহিম আব্দুর রহিমকে প্রথম আলোর চাকুরীচ্যুত সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ তাকে উদ্দেশ্য করে অকথ্য ও অশ্লীল ভাষায় গালি-গালাজসহ বিভিন্নভাবে শারীরিক অতর্কিত হামলা করেন।
এসময় দৈনিক নবচেতনা পত্রিকার সাংবাদকর্মী ইনসান সাগরেদ তার চিৎকার শুনলে তাকে প্রেস ক্লাবের রুমের ভিতর থেকে উদ্ধার করে পরবর্তীতে জাতীয় দৈনিক সময়ের আলো পঞ্চগড় প্রতিনিধি মোঃ রাশেদুজ্জামান রাশেদ তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে দেন।
এদিকে রহিম আব্দুর রহিম জানান, আমি পঞ্চগড়ের সব সাংবাদিকদের নিয়ে একটি ডকুমেন্টারি বই প্রকাশের জন্য প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলমের সাথে কথা বলার জন্য ক্লাবে যান। সে সময় প্রেস ক্লাবে সভাপতি ছিলেন না কিন্তু ক্লাবে প্রবেশ করা মাত্রই অভিযুক্ত শহীদুল আমাকে উদ্দেশ্য করে অকথ্য অশ্লীল ভাষায় গালি-গালাজ করেন। এক পর্যায়ে ক্লাবের দরজা বন্ধ করে দিয়ে এলোপাথাড়ি মারধর ও গোপনাংঙ্গে লাথি মারেন।
তিনি আরও বলেন, এব্যাপারে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার পাবো আমি বিশ্বাস করছি।
মানববন্ধে বক্তারা বলেন, অভিযুক্ত আসামীকে অবিলম্বে গ্রেফতার ও অপরাধীর দৃষ্টান্ত মূলক বিচার সাজা দাবী করেন।
এদিকে মানববন্ধনে উপস্থিত ছিলেন, পঞ্চগড় ক্রিয়েটিভ এসোসিয়েশনের সদস্য সচিব ইবনে জায়েদ, বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের শিল্পি তানভীর হাসান রাসেল, যুব উন্নয়ন থিয়েটারের সদস্য সচিব নুরুজ্জামান নিশাত, আবু তাহের, আবু হামিম প্রমূখ।
Leave a Reply