পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নে সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৩ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে গত ১০ মার্চ সকালে ৪নং ওয়ার্ডে পূর্ব পাঁচরিয়া ।
এ ঘটনায় আহতরা হলেন জোৎস্না বেগম (৪০), পেয়ার মোহাম্মদ (৬৫) ও ফারিয়া আকতার (১৪)।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত জোৎস্না বেগম ও মেয়ে ফারিয়া আকতারের অবস্থা আশংকাজনক হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় পেয়ার মোহাম্মদ বাদী হয়ে পটিয়া থানায় মো. নাছির, আলী আকবরসহ ৪/৫জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
থানার অভিযোগ সূত্রে জানাযায়, পেয়ার মোহাম্মদ ও প্রতিপক্ষ নাছির গং এর সাথে বসতভিটা জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল।
১০ মার্চ সকালে নাছিরের নেতৃত্বে রহিরাগত লোকজনসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বিরোধীয় জায়গা দখল করতে গেলে পেয়ার মোহাম্মদ বাধা দেয়। এ সময় তাকে এলোপাতারি পিটিয়ে রক্তাক্তজখম করে। তারে শোর চিৎকারে স্ত্রী ও মেয়ে এগিয়ে আসলে প্রতিপক্ষরা সন্ত্রাসী কায়দায় লোহার রড দিয়ে হামলা চালায়। এতে জোৎস্না বেগমের হাতে ও মাথায় রক্তাক্ত জখম করে ও মেয়েকে মারধর করে শ-ীলতাহানির করে এবং বসতঘরে আলমারি থেকে ৫০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন বলে বাদী পেয়ার মোহাম্মদ জানান।
এ ব্যাপারে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply