পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার রাজা-বাদশা বাহিনীর সদস্য নাচনাপাড়া এলাকার রফিক গাজীর ছেলে বাদশা গাজী (৩৫) ও সিদ্দিক প্যাদার ছেলে জুয়েল প্যাদা (৩০) ।
জানা যায়, পৌরটোলের নাম দিয়ে পটুয়াখালী – কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া এলাকায় চাঁদাবাজি করতো তারা।
এ অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। কলাপাড়া থানার ওসি বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply