রাজশাহীর পবা উপজেলার ২ নং হুজুরীপাড়া ইউনিয়নের দারুশা সংলগ্ন সাইরপুকুর মোড় এলাকায় ওয়াল্ড ভিশন এর উদ্যোগে বাল্য বিবাহ বন্ধে সামাজিক আন্দোলন সৃষ্টি উপলক্ষ্যে আলোচনা সভা গম্ভীরা,রালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে পবা সিনিয়র প্রোগাম অফিসার রতন কুমার ভৌমিক এর সঞ্চালনায় ২ নং হুজুরীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্ণহার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কুমার দেবনাথ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন সাব ইন্সপেক্টর কর্ণহার থানা( আর এম পি)মোঃসোহরাব হোসেন,প্রধান শিক্ষক দারুশা বালিকা উচ্চ বিদ্যালয়,মোঃসিরাজুল ইসলাম(assistant supper)দারুশা ইসলামিয়া দাখিল মাদরাসা,মোঃরাফিউল হাসান সভাপতি (V.D.C),মাওলানা আজিজুল হক,সহকারী শিক্ষক দারুশা বালিকা উচ্চ বিদ্যালয়,মোঃ এহসান আলী এল.আর সভাপতি ও স্থানীয় ব্যাক্তিবর্গ জনসাধারণ, তরুণ কিশর কিশোরী।প্রধান অতিথি বক্তব্যে বলেন-আমাদের দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত এই প্রতিবাদ্যকে সামনে রেখে আমাদের প্রত্যেক বাবা মায়ের উচিত কোন মেয়েকে ১৮ বছরের নিচে এবং কোন ছেলেকে ২১ বছরের নিচে বাল্য বিবাহ না দিতে।কোন বাবা মা যদি তার সন্তানকে বাল্যবিবাহ দিতে চায় তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান এবং বাবা মায়ের কাছে থেকে ওয়াদা নিয়েছেন তারা যেনো তাদের সন্তানদের বাল্যবিবাহ না দেন।অনুষ্ঠানের শেষে, গম্ভিরা, লিফলেট ও কিছু সরমজাম কিশোর কিশোরিদের মধ্যে বিতরণ করা হয়।
Leave a Reply