রাজশাহীর পবা উপজেলা কৃষক লীগের আয়োজনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় নওহাটা মহিলা কলেজ হলরুমে পবা উপজেলা কৃষক লীগের আয়োজনে প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন।পবা উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ারে আলম মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস খান।এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, পবা উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ রানা, নওহাটা পৌর কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম শাফি, কাটাখালী পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক টিপু সুলতান, হরিপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাসাদুল হক স্বপন, দামকুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুকুল হোসেন, হড়গ্রাম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাসুম আলম, হুজুরীপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, দর্শনপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জসিম উদ্দিন, বড়গাছী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম, পারিলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি সুজন কবির, আব্দুস ছামাদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, হরিয়াnন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এছাড়াও এদিন রাজশাহীর প্রতিটি উপজেলায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply