ভারতের নাগপুরের একটি হাসপাতলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
আজ সোমবার (৩০ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে ২৭ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওমানের মাসকাট থেকে ঢাকায় ফিরছিল। পথিমধ্যে বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
বিষয়টি ধারনা করতে পেরে বিমানের সেকেন্ড পাইলট তাৎক্ষণিকভাবে ভারতের নাগপুরে জরুরিভিত্তিতে বিমানটি অবতরণ করান। ওই ফ্লাইটে ১২৪ জন যাত্রী ছিলেন। পরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (৩০ আগস্ট) মারা যান তিনি।
Leave a Reply