পাবনা সুজানগর উপজেলার নুরদ্দিনপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের পায়তারার অভিযোগে শান্তিপূর্ণ মানববন্ধন করলেন এলাকাবাসী ও পরীক্ষার্থীরা।
গত সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নুরদ্দিনপুর বাজারে এলাকাবাসী ও পরীক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধন বক্তব্যদেন হাটখালি ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ খান, সাবেক মেম্বর হাফিজুর রহমান মধু,নুরুজ্জামান শিকদার,কামরুল ইসলাম, আমিরুল ইসলাম রনি,ইউনুস শেখ,আত্তাব শেখ প্রমুখ।
বক্তব্যে বলেন, নুরদ্দিনপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি শেখ রাসেল দিপু বিদ্যালয়ে অফিস সহকারী,পরিচ্ছন্নতাকর্মী ও নৈশ প্রহরী এবং আয়া নিয়োগের নামে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পায়তারা করছে এবং তার নিজেস্ব আত্মীয় স্বজনদের ও নেওয়ার অভিযোগ করেন।
গত ২৭ জুলাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগের জন্য এখন পযর্ন্ত ১৮ জন প্রার্থী আবেদন করেছে তাদের দাবি সুষ্ঠু ভাবে পরিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে নিয়োগ দেয়া হোক।
Leave a Reply