পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী রেজাউল করিমের জামানত বাজেয়াপ্ত হয়েছে। রিটার্নিং অফিসার ও পাবনা জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ এ তথ্য জানান। নির্বাচনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
গত শনিবার পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব ধানের শীষ প্রতীকে পাঁচ হাজার ৫৭১ ভোট পেয়েছেন। আর জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম লাঙল প্রতীকে ভোট পেয়েছেন তিন হাজার ১৫৮ ভোট।
নির্বাচন কমিশনের ভোট গণনার হিসেব অনুযায়ী, প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা দুই লাখ ৪৮ হাজার ৬৮৪। আর বাতিল হয়েছে দুই হাজার ৭১ ভোট। অর্থাৎ মোট প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা দুই লাখ ৫০ হাজার ৬৮৪টি। মোট ভোট পড়েছে ৬৫ দশমিক ৬৮ শতাংশ। হিসেব করে দেখা গেছে, জামানত বাঁচানোর জন্য প্রার্থীদের ৩১ হাজার ৩৩৫ প্রয়োজন ছিল।
Leave a Reply