শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচন্ডিপুর চুনা গ্রামে পিতা ও পুত্রের মারামারিতে নাক ফাটলো ছেলের। অপরদিকে ছেলের আঘাতে বাবাও গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহত পিতা পুত্র হলেন, চুনা গ্রামের মৃত কালাচাঁদ গাজীর ছেলে বক্কার গাজী ও তার ছোট ছেলে ইদ্রিস গাজী। শুক্রবার(৫ই মে) রাতে এই ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগীদের প্রতিবেশীরা। ঘটনাসূত্রে জানা যায়, প্রতিবেশী (বাক প্রতিবন্ধী) অজিয়ার গাজীকে তুচ্ছ ঘটনায় বেধড়ক পিটায় ইদ্রিস। অন্যায় ভাবে মারের সঠিক বিচার পেতে ইদ্রিসের পিতার শরণাপন্ন হয় বাক প্রতিবন্ধী অজিয়ার। আবু বক্কর ছেলে কাছে বিষয়টি শুনতে গেলে বাধে বিপত্তি, এক পর্যায়ে সেটি মারামারিতে রূপ নেয়। নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন বাপ বেটার মারামারিতে দুজনই আঘাতপ্রাপ্ত হয়েছেন। বাবা বাক্কার গাজীর তার পিছনের অংশ দেয়ালের সাথে বাড়িতে ফুলে উঠেছে অন্যদিকে বাবার হাতে থাকা পীড়া (কাট দিয়ে বানানো জিনিস) আঘাতে ছেলের নাকে মারাত্মক জখম হয়েছে। পিতা ও পুত্রের এমন অসামাজিক আচরণে এলাকায় নিন্দার ঝড় বইছে। এবিষয়ে পিতা বাক্কার গাজী মারামারির কথা স্বীকার করে বলেন, আপনি যেটা শুনেছেন সেটা সঠিক তবে আমরা নিজেরাই মিটিয়ে নিয়েছি। ছেলে ইদ্রিস গাজীও ঘটনার সত্যতা স্বীকার করেন। অপরদিকে বাবার কাছে নালিশ করার কারণ দেখি সকালে বাক প্রতিবন্ধী অজিয়ার গাজীসহ তার স্ত্রীকে বেধড়ক পিটিয়েছে মাদকাসক্ত ইদ্রিস। বাক প্রতিবন্ধী পরিবারটি অসচ্ছল ও আর্থিকভাবে দুর্বল হওয়ায় নিরবে ডুবরে কাঁদছে। পিতা ও পুত্রের এমন কর্মকাণ্ড মুন্সিগঞ্জ বাজারে প্রতিটি দোকানে যেন টপ অফ দা টাউনে পরিণত হয়েছে। একই সাথে অসহায় বাক প্রতিবন্ধী পরিবারটির উপর এমন নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।
Leave a Reply