১৫ই মার্চ পিরোজপুরে র্যালী ও আলোচনার মাধ্যমে কৃষক হত্যা দিবস পালিত হয়েছে।
সকাল ৯: ৩০ মিনিটে শহীদ ওমর ফারুক রোডে অবস্হিত কৃষক লীগের ( দলীয়) কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে কৃষক লীগের নেতা কর্মীরা সমবেত হন ।
এসময়ে জেলা কৃষকলীগের সহসভাপতি নুরুদ্দীন খান( নুরু)র সভাপতিত্বে আলোচনা শুরু হয় , পিরোজপুর জেলাকৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইদুর রহমেন টিটো এ সময়ে বলেন , ১৯৯৫ বি,এন,পি সরকারের সময় সার চাইতে গেলে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়, কিন্তু বর্তমান সরকার সার,বীজ ঔষধ নিয়ে কৃষকের দ্বারে পৌছে যায়, তিনি আরো বলেন, কৃষক বান্ধব শেখ হাসিনার সরকার বার বার দরকার, তিনি দলে দলে কৃষকলীগে যোগদান করার জন্য সর্বস্তরের জনগনকে আহবান জানান। এ সময়ে আরো বক্তব্য রাখেন কৃষকলীগের জেলা দপ্তর সম্পাদক এ্যাড. হায়দার আচলী( বাচ্ছু) , কৃষকলীগ নেতা সহ অধ্যাপক হুমায়ুন কবির তালুকদার। তিনি বলেন, শেখ হাসিনার সরকার কৃষকদের ১০ টাকায় এ্যাকাউন্ট খোলার ব্যাবস্হা করেছেন, স্বল্পসুদে কৃষিঋণ বিতরনের ব্যাবস্হা করে দিয়েছেন, কৃষিসরঞ্জামাদী, এমনকি কৃষকদের প্রশিক্ষনের ব্যাবস্হা করেছেন, কৃষিক্ষেত্রে ভর্তুকির ব্যাবস্হা করছেন। এ সরকারের সময় কৃষক মরে না, গুলিতে হত্যা হয় না। ফসল উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে। এ সময়ে উপজেলা, পৌর ও জেলা পর্যায়ের কয়েকশত নেতা কর্মী উপস্হিত ছিলেন ।
Leave a Reply