পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুল্লাহ গ্রাম থেকে অস্ত্র ও গুলি সহ রাজিব নামে একজনকে আটক করা হয়।
পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহান্মদ সাঈদুর রহমান পি,পি,এম ,র নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) পিরোজপুরে কর্মরত অফিসার ফোর্স অস্ত্র ও মাদক উদ্ধারের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার রাত আনুমানিক ০৩.৩৫ ঘটিকায় ভান্ডারিয়া থানার পশ্চিম নদমুল্লাহ গ্রামের চেয়ারম্যান বাড়ী গামি পাকা ব্রিজের উপর থেকে একটি পিস্তল ,একটি ম্যাগাজিন ও ০৩ রাউন্ড গুলি সহ রাজিব (২৭) পিতা মোশারেফ হোসেন গ্রাম তলারপার থানা ও জেলা বরগুনাকে গ্রেপ্তার করা হয়েছে ।
ডিবি পুলিশের উপ পরিদর্শক মো: দেলোয়ার হোসেন জসিম জানান, আটককৃত আসামী রাজিবের বিরুদ্ধে বরগুনা সদর থানায় রুজুকৃত দুইটি মাদক , একটি নারি শিশু ও চারটি গুরুতর জখম সহ হত্যার চেষ্টা মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
Leave a Reply