মঙ্গলবার পিরোজপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।
জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় বিভিন্ন স্থানে নিহত পুলিশ সদস্যদের স্মরণে পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে ২০২২।
পুলিশ মেমোরিয়াল ডে দিবস উপলক্ষে সকালে পুলিশ সুপার এর কার্যালয়ে অবিস্থত শহীদ পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে জনাব মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম- সেবা, পুলিশ সুপার পিরোজপুরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন, জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ )।
এসময় পুষ্পস্তবক অর্পন করেন জনাব মোঃ নাজমুল হক কমান্ড্যান্ট( পুলিশ সুপার) ইন সার্ভিস টেনিং সেন্টার, পিরোজপুর,জনাব শেখ জাহিদুল ইসলাম পিপিএম,পুলিশ সুপার, পিবিআই,পিরোজপুর,সিআইডি পিরোজপুর সহ বিভিন্ন ইউনিট ইনচার্জগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
পরর্বতীতে দিবসটি উপলক্ষে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী অকুতোভয় পুলিশ সদস্যদের অকৃত্রিম দেশপ্রেম ও মহান আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান ও স্বরণ সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজমুল হক কমান্ড্যান্ট( পুলিশ সুপার) ইন সার্ভিস টেনিং সেন্টার, পিরোজপুর,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ জাহিদুল ইসলাম পিপিএম,পুলিশ সুপার,পিবিআই পিরোজপুর, জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ ) পিরোজপুর,জনাব এসএম তানভীর আহম্মেদ,সাধারন সম্পাদক প্রেসক্লাব, পিরোজপুর, জনাব গৌতম নারায়ণ রায় চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা, এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়, নিহতদের পরিবারবর্গের সদস্যদের ক্রেষ্ট ও উপহারসামগ্রী তুলে দেয়া হয়।
Leave a Reply