পিরোজপুর জেলা সংবাদদাতা: আগামী ৫ই মার্চ পিরোজপুর জেলা আওয়ামীলীগ এর বর্ধিত সভাকে সফল করার লক্ষে আজ পিরোজপুর জেলা দলীয় কার্যালয়ে এক বিশেষ সভা অনুষঠিত হয়েছে। পিরোজপুর জেলা আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি, সাবেক এম,পি,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ এ,কে,এম,এ আউয়ালের সভাপতিত্বে উক্ত সভায় উপস্হিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হাকিম হাওলাদার,সহ সভাপতি ও পিরোজপুর পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্জ হাবিবুর রহমান মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ মজিবুর রহমান খালেক ,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, সাংগঠনিক গাজী জিয়াউল হাসান,প্রচার সম্পাদক এ্যাড. আলাউদ্দীন খান,দপ্তর সম্পাদক মো: ফিরোজ শেখ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রেজাউল করিম মন্টু শিকদার, সদস্য যথাক্রমে লয়লা ইরাদ,তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন,সুনিল সাধু ও সাহিদা বারেক,
এ সময়ে জেলা সভাপতি এ,কে, এম,এ আউয়াল আগামী ৫ই মার্চের বর্ধিত সভাকে কার্যকর ও ফলপ্রসু করার জন্য নেতা কর্মীদেরকে সর্বাত্মক প্রচেষ্টা ও সহায়তা করার জন্য নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply