পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহান্মদ সাইদুর রহমান পিপিএম এর নির্দেশে চলমান মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা উত্তরে কর্মরত এস আই দেলোয়ার হোসাইন জসিম, এস আই আল মামুন , এ এস আই মামুন হোসেন সংগিও কনেস্টেবল মনির হোসেন,রাজ্জাক মামুন সহ সদর থানাধীন পৌরসভার নরখালী গ্রামে অভিযান চালাইয় একই গ্রামের মৃত্যু আজাহার সেখের পুত্র গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত ও একাধীক মামলার আসামী মাদক সম্রাট আলমগির সেখ (৪৫)কে ১৫ পিচ ইয়াবা ও একই গ্রামের মৃত্য ছত্তার সেখের পুত্র মোঃ আবদুল্লাহ সেখকে ১০ পিচ ইয়াব সহ শুক্রবার রাত ১০:৩৫ ঘটিকায় নড়খালী এলাকা থেকে গ্রেপ্তার করে সদর থানায় সোর্পদ্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হইয়াছে।
Leave a Reply