নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জেসমিন বেগম (২২) নামের এক রোহিঙ্গা নারী কর্তব্যরত তিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে পালিয়েছে।
শনিবার (৬ মার্চ) ভোর রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। ওই নারী ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের ২৭ নং ক্লাস্টারের বি-থ্রি হাউজের মো.সাইফুল ইসলামের স্ত্রী।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, গত মঙ্গলবার (২ মার্চ) রাত ৩টা ৩০ মিনিটের দিকে গলায় টিউমার অপারেশন করতে পুলিশের সহযোগিতায় জেসমিন বেগম (২২) নামের এক রোহিঙ্গা নারী হাসপাতালের সার্জারী বিভাগে (৩নং ওয়ার্ড) ভর্তি হন। শনিবার ভোর রাতে পাহারারত পুলিশকে ফাঁকি দিয়ে ওই নারী হাসপাতাল থেকে পালিয়ে গেছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা জানান, টিউমার অপারেশন করতে স্বামী এবং শিশু সুমাইয়া আক্তারকে (৬) সাথে নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া রোহিঙ্গা নারী জেসমিন বেগম শনিবার ভোর রাতে শিশু বাচ্চাকে প্রসাব করানোর কথা বলে বাথরুমে নিয়ে যায়। এক পর্যায়ে বাথরুমে গিয়ে কর্তব্যরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে তার স্বামীকে রেখে শিশু বাচ্চাকে নিয়ে পালিয়ে যায় ওই রোহিঙ্গা নারী। রোহিঙ্গা নারীকে খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply