কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন উপজেলার ১ হাজার ১৪১ কনস্টেবলকে একযোগে বদলি করা হয়েছে। দেশের ইতিহাসে জেলা পুলিশের এতবড় বদলির নজির নেই বলে জানিয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তা। এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজার জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩৪ জন ইনস্পেক্টরকে বদলি করা হয়। তারও আগে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজার জেলা পুলিশ সুপারকে এবং ২১ সেপ্টেম্বর বদলি করা হয়েছিল আরও ৭ জন কর্মকর্তাকে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজার জেলার সব পুলিশ পরিদর্শককে (৩৪ জন) একযোগে বদলির পর থেকেই গুঞ্জন চলতে থাকে এবার কনস্টেবল পর্যায়ে বড়সড় বদলি করা হবে। ঠিকই একই দিন পুলিশ হেডকোয়ার্টারের এক আদেশে কক্সবাজার জেলায় কর্মরত একহাজার ১৪১ জন পুলিশের কনস্টেবলকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে।
Leave a Reply