চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল বলেছেন দেশ, জাতি, সমাজের কল্যানের স্বার্থে প্রকৃত সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে মানুষ উপকার পেয়ে এ পেশার প্রতি শ্রদ্ধাশীল হবে। তিনি বুধবার সকাল ১১টায় চৌমুহনী পৌর সুপার মার্কেটের ৬ষ্ঠ তলায় নোয়াখালী সাংবাদিক ইউনিটি ও দৈনিক জাতীয় নিশান পত্রিকার নতুন অফিস উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথাগুলো বলেন।
এতে সভাপতিত্ব করেন দৈনিক জাতীয় নিশান পত্রিকার সম্পাদক ও বাংলা টিভি নোয়াখালী জেলা প্রতিনিধি মোঃ ইয়াকুব নবী ইমন। সভা পরিচালনা করেন নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার বেগমগঞ্জ প্রতিনিধি মোঃ আনোয়ারুল করিম মানিক।
বক্তব্য রাখেন সময় টিভি ও দৈনিক আমাদের সময় নোয়াখালী প্রতিনিধি মোঃ সাইফুল্যা কামরুল, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি মোঃ মাসুদ পারভেজ, ৭১ টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, সাংবাদিক এম নজির উল্যাহ, গোলাম মহি উদ্দিন নসু, এম.এ জলিল চেয়ারম্যান প্রমুখ।
মেয়র ফয়সল আরো বলেন যারা সাংবাদিকতার নামে অনৈতিক কাজের সাথে জড়িত তাদের কারনে এ মহান পেশার সুনাম ক্ষুন্য হচ্ছে। তাদেরকে সর্বত্র বয়কট করতে হবে। তাহলে সমাজের কল্যান বয়ে আনবে।
Leave a Reply