পয়লা জানুয়ারি জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় পার্টি। কর্মসূচির মধ্যে রয়েছে পহেলা জানুয়ারি সকাল ৯টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন।
ওইদিন বিকেল ৩টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভাও করবে দলটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ র্শীষ নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশ নেবেন।
এছাড়াও ১ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক এবং পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদেরের তত্ত্বাবধানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতৃবৃন্দ।
আলোকসজ্জিত হবে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় এবং কারাইলস্থ কেন্দ্রীয় অফিস। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালায় দলের সর্বস্তরের নেতা-কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
Leave a Reply