আগামী ১৩ নভেম্বর ২০২৩ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেএী শেখ হাসিনা এমপি মহোদয়ের খুলনায় শুভাগমন উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।৫ নভেম্বর (রবিবার) সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দলীয় ইউপি চেয়ারম্যানবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে বর্ধিত সভা শুরু হয়।
সভায় উপজেলা আ’লীগের সভাপতি ও সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ কে ফজলুল হক, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আআলহাজ্ব নজরুল ইসলাম।
সভায় আরোও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আজম লেনিন, দপ্তর বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন,
উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ জাফরুল আলম (বাবু), সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বাংলা, রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আল মামুন, শ্যামনগর পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক আবুল হোসেন, ভূরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গির হোসেন লাভলু, কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পবিত্র মন্ডেল, নূরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল রানা (বাবু), মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মাজেদ মোড়ল, বুড়িগোয়ালীনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অসীম জোয়ারদার, আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী কামরুল ইসলাম,
পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম, গাবুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ মহসিন আলম, ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ্যাড. শুকর আলী,
উপজেলা কৃষকলীগের সভাপতি এবি এম মন্জুর এলাহী খোকন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আল মামুন লিটন,শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এম এম মাহবুব হয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply