কক্সবাজারের রামুতে ১৪ বছরের এক কিশোরী প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রেমিক যুবক সাইফুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পাহাড়িপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে শনিবার (১০ অক্টোবর) সকালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, শুক্রবার বেড়ানোর কথা বলে কিশোরী প্রেমিকাসহ দুই কিশোরীকে রামুর নির্মাণাধীন নতুন স্টেডিয়ামের রাবার বাগান এলাকায় আসতে বলে প্রেমিক যুবক সাইফুল ইসলাম। পরে সন্ধ্যায় রাবার বাগান এলাকায় আসলে সাইফুল ইসলাম বাগানের ভেতরে নিয়ে ধর্ষণ করে।
পরবর্তীতে প্রেমিক যুবক পালিয়ে যায়।
তিনি আরও বলেন, কিশোরীর মা রামু থানা এসে মামলা করেন।
তারপর রামু থানা পুলিশ শুক্রবার দিবাগত রাতে ১টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক সাইফুল ইসলামকে নিজ বাড়ির পার্শ্ববর্তী এলাকা পাহাড়িপাড়া থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে কিশোরীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত যুবক।
ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী কিশোরীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply