মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই খাতের ঋণ বিতরণ ও কৃষি ঋণ বিতরণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ই ডিসেম্বর রবিবার বিকেল ৩ টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুর বিসিক এর আয়োজনে এই সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা, শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান, বিসিকের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক রফিকউল্লাহ প্রমুখ।
সভায় জেলা প্রশাসক অতুল সরকার তার বক্তব্যে বলেন, ঋণ বিতরণ দুর্বলতা থাকলে তা খতিয়ে দ্রুত গতিতে ঋণ বিতরণ করতে হবে। ঋণের মধ্যমে যেন মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এতে করে কর্মসংস্থান সৃষ্টি হবে। সভায় প্রায় ৫০ জন ব্যাংকার অংশগ্রহণ করেন।
Leave a Reply